ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

গ্যারেথ বেলকে ধীরে ধীরে মুছে ফেলছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
গ্যারেথ বেলকে ধীরে ধীরে মুছে ফেলছে রিয়াল মাদ্রিদ

গ্যারেথ বেলের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে কোচ জিনেদিন জিদান এই স্ট্রাইকারকে মূলত তার স্কোয়াডে আর রাখতে চাইছেন না।

কিন্তু বেঁকে বসে আছেন এই ওয়েলস তারকা। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে বসে বসে বেতন গুণবেন তবুও ক্লাব ছাড়বেন না।

কিন্তু বেলকে বের করতে না পারলেও, ধীরে ধীরে ক্লাব থেকে তার চিহ্ন মুছে ফেলছে রিয়াল। দু’পক্ষ যখন কোনো সমাধানে পৌঁছাতে পারছে না, তখন এই ব্যবস্থাই নিয়েছে কর্তৃপক্ষ।

চারদিন আগে জাতীয় দল ওয়েলস থেকে রিয়াল মাদ্রিদের শিবিরে ফিরেছেন বেল। তবে ক্লাবে ফিরে নিজের মতোই চলছেন তিনি। যেখানে জিমে সময় কাটালেও হাঁটুর চোটের কথা বলে অনুশীলনেও যোগ দেননি। যদিও কোনো মেডিক্যাল ছাড়পত্রের খবর পাওয়া যায়নি।

এদিকে মাঠের খেলার বাইরেও ইউরোপিয়ান ক্লাবগুলো অন্য অনেক ব্যবসা করে থাকে। এর বড় একটা অংশ হচ্ছে দলের খেলোয়াড়দের জার্সি বিক্রি। তবে বেলকে দিয়ে আর ব্যবসা করতেও রাজি না গ্যালাকটিকোরা। ইতোমধ্যে ক্লাবে শপ থেকে নামিয়ে রাখা হয়েছে বেলের নাম ব্যবহৃত জার্সি। যেখানে লুকা মদ্রিচের ১০ ও মার্সেলোর ১২ নাম্বার জার্সি এখনও শোভা পাচ্ছে।

এমনকি প্রচার করার জন্য রিয়াল মাদ্রিদের নতুন কিটে বেলে ছবিও আর ব্যবহার হচ্ছে না। এই কিটে রয়েছেন করিম বেনজেমা, মার্সেলো, সার্জিও রামোস ও মার্কো অ্যাসেনসিওর মতো তারকারা। তবে বেলের দেখা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।