ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

টানা ৩২ ম্যাচ অপরাজিত বায়ার্নের বড় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
টানা ৩২ ম্যাচ অপরাজিত বায়ার্নের বড় হার নয়্যারের বড় পরীক্ষায় নিল হফেনহেইম

বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগ, গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বায়ার্ন মিউনিখের। কোচ হ্যানসি ফ্লিকের হাত ধরে ২০১৯/২০ মৌসুমে ট্রেবলও ঘরে তুলেছে জার্মান জায়ান্টরা।

 

টানা ৩২ ম্যাচ অপরাজিত বায়ার্ন অবশেষে পরাজয়ের মুখ দেখেছে। জার্মান চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়েছে হফেনহেইম। ঘরের মাঠে ফ্লিকের শিষ্যদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে  পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে তারা।  

এই পরাজয়ের আগে টানা ২৩ ম্যাচ জয় নিয়ে মাঠ ছেড়েছিল বায়ার্ন। ট্রেবল জয়ের আনন্দ তরতাজা থাকতেই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতে তারা। কিন্তু মৌসুমের দ্বিতীয় ম্যাচে এসেই আন্দ্রে ক্রামারিচের জোড়া গোলে ভুলুন্টিত হলো ফ্লিকের দল। ২০১৯ সালের ডিসেম্বরের পর এটি তাদের প্রথম হার।  

দু’দলের শেষ সাক্ষাতে অবশ্য বড় জয় পেয়েছিল বায়ার্ন। এবার তারই প্রতিশোধ নিল সেবাস্তিয়ান হোয়েনেসের শিষ্যরা।  

বায়ার্ন নতুন মৌসুম শুরু করেছিল শালকেকে ৮-০ গোলে বিধ্বস্ত করে।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।