ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

অভিষেকেই পেনাল্টি মিস হিগুয়েনের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
অভিষেকেই পেনাল্টি মিস হিগুয়েনের গঞ্জালো হিগুয়েন

জুভেন্টাস ছেড়ে চলতি মৌসুমে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন গঞ্জালো হিগুয়েন। দলটির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অভিষেকটা তার কেটেছে দুঃস্বপ্নের মতো।

 

ফিলাডেলফিয়ার বিপক্ষে পিপিতার দল হেরেছে ৩-০ ব্যবধানে। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও মিস করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।  

ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। তার আগ পযর্ন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল সকার লিগের নতুন ক্লাবটি। কিন্তু সহজ সুযোগ পেয়েও গোল শোধে ব্যর্থ হন হিগুয়েন। তার শট চলে যায় ক্রসবারে উপর দিয়ে।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।