ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

দায়াসের সঙ্গে চুক্তিতে রাজি ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
দায়াসের সঙ্গে চুক্তিতে রাজি ম্যানচেস্টার সিটি রুবেন দায়াস

বেনফিকা থেকে পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দায়াসের সঙ্গে ৬৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে ভিন্ন এক ট্রান্সফারে ইতিহাদ ছেড়ে ৩২ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি ১৩.৭ মিলিয়ন পাউন্ডে যাচ্ছেন বেনফিকায়।

গত মৌসুমে ভিনসেন্ট কোম্পানি সিটি থেকে অবসর নেওয়ার পর একজন সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজছিলেন কোচ পেপ গার্দিওলা। সিটিজেনদের এই শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন দায়াস।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেনফিকা এক বিবৃতিতে এই দুই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে আরও চুক্তির প্রয়োজন রয়েছে বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।