ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতল আর্সেনাল পেনাল্টি কিক নিচ্ছেন অউবামেয়াং

অবশেষে ১৪ বছরের অপেক্ষার অবসান হলো আর্সেনালের। ২০০৬ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতেছে গানাররা।

 

দ্বিতীয়ার্ধে পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের পেনাল্টি কিকে ইউনাইটেডকে তাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

দু’দলের সবচেয়ে বড় প্রতিযোগিতাটিতে ম্যাচের ৬৮তম মিনিটে হেক্টর বেলেরিনকে ফাউল করে বসেন পল পগবা। পরের মিনিটে স্পট-কিক থেকে ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে বোকা বানান অউবামেয়াং।

এরপর ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি ওলে গানার সুলশারের শিষ্যরা। ডোনি ফন ডি বিকের ক্রস শট আর্সেনালের মিশরীয় মিডফিল্ডার মোহাম্মদ এলেনি ফ্লিক অফ না করলে সমতায় ফিরতে পারতে রেড ডেভিলরা।

এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে আর্সেনাল। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।