ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জোতার হ্যাটট্রিকে আতালান্তাকে উড়িয়ে দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
জোতার হ্যাটট্রিকে আতালান্তাকে উড়িয়ে দিল লিভারপুল লিভারপুল তারকাদের গোল উদযাপন

চলতি চ্যাম্পিয়নস লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লিভারপুল। ফর্মে থাকা দিয়োগো জোতার দুর্দান্ত হ্যাটট্রিকে এবার তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে।

 

মূলত অলরেডদের আক্রমণভাগের পরিচিত তিন মুখ মোহামেদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। তবে কোচ ইয়ুর্গেন ক্লপ আতালান্তার মাঠে পরিবর্তন আনেন মূল একাদশে। ফিরমিনোকে বেঞ্চে রেখে মাঠে নামান জোতাকে।  

পর্তুগিজ তারকাও কোচের বিশ্বাসের প্রতিদান দিতে ভুলেননি। ১৬ ও ৩৩ মিনিটে তার করা জোড়া গোলে নিশ্চিন্তে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। বিরতির পর ৪৭তম মিনিটে দলের তৃতীয় গোল করেন সালাহ। এর দুই মিনিট পরেই মানের গোল। জোতা হ্যাটট্রিকর পূরণ করেন ৫৪তম মিনিটে। এই নিয়ে অলরেডদের জার্সিতে টানা চতুর্থ ম্যাচে গোল করে নিজের সামর্থের প্রমাণ দিলেন পর্তুগিজ তারকা।  

এই জয়ে ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে লিভারপুল। ড্যানিশ ক্লাব মিদজিলান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ডাচ ক্লাব আয়াক্স। সমান পয়েন্ট নিয়ে তিনে আতালান্তা। চারে থাকা মিদজিলান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।