ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় ফুটবল দলের মানিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় ফুটবল দলের মানিক

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে যাওয়ার আগে বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক।

ফলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সঙ্গে কাতারে যাওয়া হচ্ছে না তার।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানিকের করোনার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। কাতার যাওয়ার আগে দলের সব ফুটবলার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই মানিকের ফলাফল পজিটিভ আসে।

আগামী তিন দিন পর মানিকের আবার করোনা পরীক্ষা করা হবে। ফলাফল যদি পজিটিভ আসে তবে তার পরিবর্তিত ফুটবলারের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন জাতীয় দলের কোচ জেমি ডে।

আগামী ০৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ববের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।