ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

ফুটবল

মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো মেসি ও রোনালদো

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ফেরেঙ্কভারোসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচটিতে পিছিয়ে পড়া তুরিনের বুড়িদের সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো।

 

চ্যাম্পিয়নস লিগে সিআর সেভেনের এটি তার ১৩১তম গোল। পর্তুগিজ উইঙ্গার তার এই ১৩১ গোলের মধ্যে ৭০টিই করেছেন ঘরের মাঠে। এটিও চ্যাম্পিয়নস লিগের রেকর্ড।  

টুর্নামেন্টের ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ ৭০টি গোলের রেকর্ড ছিল বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন তারকার সেই রেকর্ডে ভাগ বসালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো। চ্যাম্পিয়নস লিগে বাকি ৬১ গোল প্রতিপক্ষের মাঠে করেছেন ৩৫ বছর বয়সী তারকা।  

১৩১ গোল করা রোনালদো চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আগেই। এবার ঘরের মাঠে সর্বোচ্চ ৭০টি গোলের রেকর্ডও মেসির সঙ্গে ভাগাভাগি করলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।