ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির সঙ্গে আরেকবার খেলতে চাই: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
মেসির সঙ্গে আরেকবার খেলতে চাই: নেইমার

নেইমারের জীবনে যদি বড় কোনো ইচ্ছে থাকে, তা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে আরেকবা খেলা। অনেকটা বোমা ফাটিয়েই এমনটি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নিজেই।

আর এটি আগামী মৌসুমেই হবে বলে জানান তিনি।

এর আগে বার্সেলোনায় মেসির সঙ্গে চার বছর ড্রেসিরুম ভাগাভাগি করেছেন নেইমার। পরে কাতালান জায়ান্ট ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দেন তিনি।

যদিও নেইমার বলেননি কোন দলে মেসির সঙ্গে একইসাথে খেলতে চান। তবে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আরও একবার মাঠ মাতানোর ব্যাপারটি লুকিয়ে রাখতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই তারকা ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর নেইমার বলেন, ‘আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি চাই, তা হলো মেসির সঙ্গে আরও একবার খেলা। তার সঙ্গে মাঠের সময়টা উপভোগ করি। ’

তিনি আরও বলেন, ‘সে আমার জায়গায় খেলতে পারে। তার কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত। আমি তার সঙ্গে আবারও খেলতে চাই এবং আমি এটা নিশ্চিত যে, পরের মৌসুমেই। আমাদের এটা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।