ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মুজিববর্ষ উপলক্ষে টুর্নামেন্টে ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের জয়লাভ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে টুর্নামেন্টে ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের জয়লাভ ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের খেলোয়াড়েরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে ফুটবল একাডেমি শ্রীমঙ্গল। কামাইছড়া, বড়গাঁও ও মিরপুর স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে ফুটবল একাডেমি শ্রীমঙ্গল ও বিয়ানীবাজার জলঢুপ ফুটবল একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে বাহুবল থানার কামাইছড়া মাঠে ফুটবল একাডেমি শ্রীমঙ্গল ১-০ গোলে বিয়ানীবাজার বাজার জলঢুপ ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। খেলার প্রথমার্ধে ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের পক্ষে ১২ নম্বর জার্সিধারী আরিফ গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আরিফ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের প্রশিক্ষক ইকরামুর রহমান রানা বলেন, ‘করোনার কারণে কোনো টুর্ণামেন্টে খেলা হয়নি, আজই প্রথম খেলা। আগামী খেলায় আমার ছেলেরা আরও ভালো খেলা উপহার দেবে। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
বিবিবি/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।