ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মেসির সমস্যা মনস্তাত্ত্বিক: পিরলো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
মেসির সমস্যা মনস্তাত্ত্বিক: পিরলো পিরলো ও মেসি

২০২০/২১ মৌসুমে নিজেদের সেরা ফর্মে নেই বার্সেলোনা। লা লিগায় ১৪ পয়েন্ট নিয়ে কাতালান জায়ান্টরা আছে ৯ম স্থানে।

 

ঘরোয়া লিগে অবস্থান যাই হোক না কেন, চ্যাম্পিয়ন লিগে ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রোনাল্ড কোম্যানের দল। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে জুভেন্টাসকে আতিথেয়তা দেবে বার্সা। এই মহারণ দিয়ে দীর্ঘদিন পর মুখোমুখি হবেন সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।  

এমন এক হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইতালিয়ান চ্যাম্পিয়নদের কোচ আন্দ্রে পিরলো জানান, বার্সার অন্তর্গত বিষয়গুলো এই ম্যাচে পড়বে না। জুভেন্টাস কোচ আরও মনে করেন, গত গ্রীষ্মে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির ক্যাম্প ন্যু ছাড়ার যে নাটক হয়েছে তা চলতি মৌসুমে বার্সেলোনা অধিনায়কের খেলায় প্রভাব ফেলেছে।  

পিরলো বলেন, ‘মেসি এখন জীবনের এক বিশেষ মুহূর্তে আছে। কারণ গত গ্রীষ্মে তার কিছু সমস্যা গেছে। বার্সেলোনায় থাকবে কি থাকবে না তা নিয়ে। তবে ম্যাচে সে সব সময় তার মূল্য বুঝিয়েছে। ফুটবল সংক্রান্ত বিষয়ের চেয়েও, সম্ভবত তার সমস্যা মনস্তাত্ত্বিক। তবে আমি এসবের ভেতরে যেতে চাই না। এটা নিয়ে আমাদের কিছু নেই। ’ 

তিনি আরও বলেন, ‘মেসি অদ্বিতীয় এবং সে তা দেখিয়েছে। ’ 

কাতালান জায়ান্টরা প্রথম সাক্ষাতে তুরিনে গিয়ে জুভদের ২-০ ব্যবধানে হারিয়েছে। তবে করোনা হওয়ায় সেই ম্যাচে ছিলেন না তুরিনের বুড়িদের প্রাণভোমরা রোনালদো। অবশ্য কোম্যানের শিষ্যরা এবার জুভদের মুখোমুখি হবে দুইদিন আগে কাদিজের মতো দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে। সেই ম্যাচে পরাজয়ের জন্য অনেক সমালোচনাও শুনতে হয়েছে বার্সাকে।  

তবে এসবকে কোনো সংকট বলে মনে করছেন না পিরলো, ‘বার্সেলোনার উত্থান-পতন হচ্ছে। তবে তারা খুব ভাল খেলছে এবং তাদের এমন একজন কোচ আছেন যিনি নতুন ধারনা দিতে পারেন। তারা সংকটে নেই। ’ 

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে জুভদের ম্যাচটি কঠিন হবে জানিয়ে ৪১ বছর বয়সী কোচ আরও বলেন, ‘এটা খুবই কঠিন ম্যাচ হবে কারণ আমাদের ভুগতে হবে। তবে আমাদের সুযোগ থাকবে এবং তাদের সঙ্গে আমাদের সুযোগ নিতে হবে। ’ 

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।