ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপেও গ্যালারিতে থাকবে দর্শক 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
ফেডারেশন কাপেও গ্যালারিতে থাকবে দর্শক 

গেল নভেম্বর মাসে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্টেডিয়ামে সীমিতসংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

আসন্ন ফেডারেশন কাপেও গ্যালারিতে সীমিতসংখ্যক দর্শকের অনুমতি দেবে বাফুফে।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাফুফে ভবনে ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। তিনি আরোও জানান, এএফসির নির্দেশনা মেনেই সীমিতসংখ্যক টিকিট ছাড়া হবে।      

চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘সরকার ও এএফসির গাইডলাইন অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই আমরা খেলা পরিচালনা করবো। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সব কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। সরকার ও এএফসির নির্দেশনা অনুসারেই আমরা গ্যালারিতে সীমিতসংখ্যক দর্শকদের প্রবেশাধিকার দেব। ’

আগামী ২২ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। আর এই ফেডারেশন কাপ দিয়েই শুরু হবে ২০২০-২১ ফুটবল মৌসুমের খেলা।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।