ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জ: ‘দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে’ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো কিশোরগঞ্জ জেলায় শুরু হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮)।

বুধবার (০৯ ডিসেম্বর) জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল কাদির মিয়া।

দুই দিনের এই আয়োজনে প্রথম দিনেই ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি ২-০ অংকুর ফুটবল একাডেমি, দ্বিতীয় ম্যাচে আলফা সকার ফুটবল একাডেমি ০-১ বনগ্রাম ফুটবল একাডেমি, তৃতীয় ম্যাচে তাড়াইল ফুটবল একাডেমি ০-০ হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমি ও চতুর্থ ম্যাচের ফলাফল ভূইয়া ফুটবল একাডেমি ০-২ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ।

একই দিনে বিকেলে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বনগ্রাম ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি। দ্বিতীয় সেমিফাইনালে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ০৯ ডিসেম্বর, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।