ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ

আগামী ২২ ডিসেম্বর মাঠে গড়াবে ২০২০-২১ মৌসুমের ফেডারেশন কাপ। এরই লক্ষ্যে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ড্র অনুষ্ঠিত হয়।

যেখানে প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী বসুন্ধরা কিংস ‘সি’ গ্রুপে পড়েছে। আর জায়ান্ট এই দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে।

বসুন্ধরা কিংস গত বছর রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল।

এদিকে গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ‘ডি’ গ্রুপে এই দুই দলের আরেক সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

আসরে‘বি’ গ্রুপের চার দল সাইফ স্পোর্টিং ক্লাব, ২০১৬ সালের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা। আর‘এ’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।  

গ্রুপ ‘এ’-শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

গ্রুপ ‘বি’- সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা।

গ্রুপ ‘সি’-বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

গ্রুপ ‘ডি’-আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।