ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আদিতমারীতে প্রবীণ খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আদিতমারীতে প্রবীণ খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রবীণ খেলোয়ারদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ৯০ দশকে আদিতমারী উপজেলার ফুটবল অঙ্গনে বেশ আলোচিত ছিল মহিষখোচা ফুটবল একাদশ। উপজেলার আলোচিত স্বনামধন্য এসব ফুটবলররা দীর্ঘ দিন ধরে অবসরে রয়েছেন। তারা স্ব স্ব কর্ম ব্যস্থতায় দীর্ঘদিন পরিচিত সেই ফুটবল মাঠে চর্চা করেন না। সেই পরিচিত মাঠে প্রিয় ফুটবলারের খেলার নৈপূন্য দেখতে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে মহিষখোচা ইউনিয়নের যুবসমাজ।

শুধু প্রীতি ফুটবল প্রতিযোগিতাই নয়, প্রবীণ খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয় পরিচিত সেই খেলার মাঠ। আনন্দঘন পরিবেশে খেলা শেষে সকল খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা তমিজার রহমান, মহিষখোচা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান কামাল, উপজেলা ছাত্রলীগের সম্পাদক পদপ্রার্থী মনজের চৌধুরী, দুলাল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।