ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

জিতে শীর্ষস্থান মজবুত সিটির, লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
জিতে শীর্ষস্থান মজবুত সিটির, লিভারপুলের হার লিভারপুলের হার

জয়ের ধারা ধরে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষস্থান মজবুত করল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে দুই ম্যাচ পর ফের হেরে লড়াই কঠিন করে তুললো লিভারপুল।

বুধবার প্রতিপক্ষের বার্নলিকে ২-০ ব্যবধানে সহজেই হারায় পেপ গার্দিওলার সিটি। একটি করে গোল করেন গাব্রিয়েল জেসুস ও রাহিম স্টার্লিং।

তবে ঘরের মাঠ অ্যানফিল্ডে নিচের দিকের দল ব্রাইটনের কাছে ১-০ গোলে ধরাশায়ী হয় লিভারপুল। ৫৬তম মিনিটে ব্রাইটনের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড স্টিভেন।

শীর্ষস্থান মজবুত করা সিটির ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।