ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রহমতগঞ্জের বিপক্ষে স্বস্তির জয় চট্টগ্রাম আবাহনীর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
রহমতগঞ্জের বিপক্ষে স্বস্তির জয় চট্টগ্রাম আবাহনীর

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয়ে ফেরা চট্টগ্রাম আবাহনী এবার হারালো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী।

 

সপ্তম মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। রাকিব হোসেনের থ্রু পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ছিটকে দিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান বন্দরনগরীর দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।  

দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি রহমতগঞ্জ। উল্টো ৮৩তম মিনিটে হজম করে দ্বিতীয় গোল। ডি-বক্সের ভেতর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের ক্রসের পর বাতাসে ভেসে থাকা বলে লাফিয়ে উঠে শট নিয়ে লক্ষ্যভেদ করেন রাব্বী।  

১০ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ ৮ পয়েন্ট নিয়ে আছে নয়ে। অন্যদিকে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।