ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

তুরস্কের কাছে ডাচদের এমন হার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
তুরস্কের কাছে ডাচদের এমন হার!

একসময়ের ফুটবল জায়ান্ট নেদারল্যান্ডসের দুর্দশা কাটছেই না। রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা।

এবার কাতার বিশ্বকাপের বাছাইপর্বেও অরেঞ্জদের শুরুটা ভালো হলো না।  

ইস্তানবুলে বুধবার দিনগত রাতে তুরস্কের কাছে ৪-২ গোলে হেরেছে ফ্রাঙ্ক ডি বোয়েরের দল।

প্রথমার্ধেই অধিনায়ক বুরাক ইলমাজের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে আসে আরও দুই গোল। যার একটি করেন হাকান চালহানোগ্লুর। বাকি গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইলমাজ। তবে মাঝে পরপর দুই মিনিটে ডেভি ক্লাসেন ও ডি ইয়ং গোল শোধ করেন।  

২০১০ সালের রানার্সআপরা ১৫তম মিনিটেই গোল হজম করে। ইলমাজের শট ডাচ গোলরক্ষক টিম ক্রুলকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। ৩৪তম মিনিটে পেনাল্টি নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ইলমাজ। বিরতির আগে ব্যবধান ৩-০ করেন চালহানোগ্লু।  

৭৫ ও ৭৬তম মিনিটে ক্লাসেন ও লুক ডি ইয়ংয়ের গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডাচরা। কিন্তু ৮১তম মিনিটে ডাচদের সব আশা শেষ করে দেন ইলমাজ। তবে ডাচরা আরও ব্যবধান করাতে পারতো। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি মিস করে বসেন ডিপাই। তুর্কি গোলরক্ষক উগুরজান চাকিরকে পরাস্ত করতে পারেননি ডাচ স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।