ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা

রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা।  

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় জমজমাট।

বরাবরের মতো বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা।

যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।

৭৯তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনে পরিণত হয় ভায়াদোলিদ। একজন কম নিয়েও ভালোই লড়াই করে যাচ্ছিল দলটি।

গোলশূন্য ড্রর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। কিন্তু একেবারে শেষ পর্যায়ে ৯০তম মিনিটে এসে ওসমান দেম্বেলের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

আসরে বাজে শুরুর পর গত ৫ ডিসেম্বর থেকে আর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রোনাল্ড কোম্যানের শিষ্যরা। যার মধ্যে জয় ১৬টি, ড্র তিনটি।

বার্সেলোনার পয়েন্ট এখন ৬৫। লিগের শীর্ষে থাকা অ্যাতলেটিকোর পয়েন্ট ৬৬। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তিন দলই খেলছে ২৯ ম্যাচ করে।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।