ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

বাফুফেকে অনুদান দিচ্ছে না ফিফা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
বাফুফেকে অনুদান দিচ্ছে না ফিফা!

ফিফার কাছ থেকে প্রতি বছর সাড়ে ৪ লাখ ডলার পেয়ে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এ বছর নাকি এখনো অনুদান পায়নি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বাফুফে সূত্রে জানা গেছে, বাফুফের অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা। অর্থ ব্যয়ের সঠিক হিসাব না পেয়েই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (৬ এপ্রিল) এ ব্যপারে ফিফার সঙ্গে বাফুফের ভার্চুয়্যাল মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে অনুদানের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক বিষয়ে অসন্তুষ্ট ফিফা গত ৩০ মার্চ চিঠি পাঠিয়েছে বাফুফেকে। এরইমধ্যে নাকি বাফুফের অর্থ বিভাগের প্রধান আবু হোসেনকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। বাফুফের কাছে একাধিক প্রতিষ্ঠানের বকেয়া বিল কোটি টাকার ওপর।

তবে এ ব্যাপারে বাফুফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।