ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

এবারও ইস্তাম্বুল নয়, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্তুগালে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এবারও ইস্তাম্বুল নয়, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্তুগালে

২০২০-২১ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফের তুরস্কের ইস্তাম্বুল থেকে সরে গেল। এবারও শিরোপা নির্ধারণী ম্যাচটির জন্য পর্তুগালকে বেছে নেওয়া হয়েছে।

যদিও গতবার লিসবনে হয়েছিল, তবে এবার হবে পোর্তোয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ২৯ মে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যকার ফাইনালটি তুরস্ক থেকে পর্তুগালে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। গতবার কোভিড-১৯ এর কারণে ইস্তাম্বুলের আতার্তুক অলিম্পিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরে লিসবনের স্তাদিও দা লুজে চলে যায়।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে ইংল্যান্ড সরকার তুরস্কে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে। আর দুই ফাইনালিস্ট যেহেতু ইংলিশ তাই অনুমিতভাবেই মঞ্চ সরে গেছে।

এদিকে বিবিসি জানায়, ফাইনালে দু’দলের ৬ হাজার করে সমর্থক উপস্থিত থাকবে। তবে পোর্তোর স্তাদিও দো দ্রাগাওয়ে মোট কত সমর্থক থাকবে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।