ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ফুটবল

শিষ্যদের জানিয়ে দিলেন, রিয়াল ছাড়ছেন জিদান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ১৬, ২০২১
শিষ্যদের জানিয়ে দিলেন, রিয়াল ছাড়ছেন জিদান

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। দলটির কোচ এরই মধ্যে শিষ্যদের জানিয়ে দিয়েছেন যে, মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন।

বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে গত ৮ মে অনুশীলনের সময় খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা জানান জিদান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়ালের কোচ থেকে সরে দাঁড়াচ্ছেন এই ফরাসি কিংবদন্তি।

২০১৮ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ঐতিহাসিক ক্লাবটি ছেড়েছিলেন তিনি। এর এক বছর পর জিদানকে আবার ফিরিয়ে আনে রিয়াল।

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ১১ ট্রফি জিতেছেন জিদান। এবার লা লিগা জিততে পারলে সেটি হবে ১২তম শিরোপা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।