ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এক দশক পর লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিল, পিএসজি শিবিরে হতাশা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২১
এক দশক পর লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিল, পিএসজি শিবিরে হতাশা

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শেষ ম্যাচে গতরাতে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে জিতলেও শিরোপা পাওয়া হয়নি নেইমার-এমবাপ্পেদের।

এক দশক পর ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিল।

লিগের শেষ রাউন্ডে লিলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামে পিএসজি। ব্রেস্টকে হারানোর পর পিএসজির পয়েন্ট দাঁড়ায় ৮২। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে জয় পায় লিল। ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় ৮৩। ১ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা জিতে নেয় লিল।

সর্বশেষ ২০১০-১১ মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলেছিল লিল। এদিকে, লিগ শিরোপা হারিয়ে হতাশ পিএসজি। লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে কদিন আগেই ফরাসি কাপের শিরোপা জেতা পিএসজিকে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।