ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

স্পেনের ইউরো দল থেকে ছিটকে গেলেন রামোস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৪, ২০২১
স্পেনের ইউরো দল থেকে ছিটকে গেলেন রামোস

আসছে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে। তবে এই দলে নেওয়া হয়নি নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে।

২৬ জনের দলের অনুমতি থাকলেও এনরিকে ২৪ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। তবে ইনজুরির কারণে লা রোহাদের দলে থাকতে পারলেন না রিয়াল মাদ্রিদের এই তারকা ডিফেন্ডার।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ইউরো ২০২০। আসরটি গত বছর হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যায়।

স্পেন স্কোয়াড: 
গোলরক্ষক:
উনাই সাইমন, ডেভিড ডি গিয়া, রবার্ত সানচেজ।

ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, পাউ তোরেস, আইমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, দিয়েগো লোরেন্তে, সিজার আজপিলিকুয়েতা, মার্কোস লোরেন্তে।

মিডফিল্ডার: সার্জিও বুসকেতস, রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফ্যাবিয়ান রুইজ।

ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওয়ারজাবল, আলভারো মোরাতা, জেরার্দ মোরেনো, ফেরান তোরেস, অ্যাদামা ত্রাওরে, পাবলো সারাবিয়া।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।