ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

লাজুক কান্তে ট্রফিতে চুমুও দেননি (ভিডিও)!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ৩০, ২০২১
লাজুক কান্তে ট্রফিতে চুমুও দেননি (ভিডিও)!

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। ব্লুজদের ইতিহাসে এটি দ্বিতীয় শিরোপা।

তবে চ্যাম্পিয়নস লিগ জেতার পর চেলসির সবাই ট্রফিতে চুমু খেলেও চুমু খাননি ম্যাচসেরা এনগোলো কান্তে। যেন লজ্জা পাচ্ছিলেন তিনি!

পর্তুগালের পোর্তোয় শনিবার রাতে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিজেদের করে নিয়ে নিয়েছে চেলসি । ব্লুজদের ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এনগোলো কান্তে। আসরের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে প্রতিপক্ষ পোর্তর একের পর এক আক্রমণ মধ্যমাঠেই ঠেকিয়ে দিয়ে জয়ের নায়ক ছিলেন ফরাসি এই মিডফিল্ডার।

এছাড়া শেষ চারেও নিজের অবিশ্বাস্য পারফরম্যান্স অব্যাহত রাখেন। উভয় লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মধ্যমাঠে রাজত্ব করে ম্যাচসেরা হন।

বাদ যায়নি ফাইনালেও! পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিশ্বসেরা মধ্যমাঠে একাই রাজত্ব করেছেন কান্তে। মর্যাদার চ্যাম্পিয়নস লিগ জিতেও শিরোপায় চুমু খেতে যেন বড় লজ্জা কান্তের।

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর চেলসির সবাই যখন একের পর এক চ্যাম্পিয়ন মেডেল গ্রহণ করে মর্যাদার ট্রফিতে চুমু খান, তখন কেবল ব্যক্তিক্রম ছিলেন কান্তে, চ্যাম্পিয়ন মেডেল গ্রহণ করেই শিরোপার কাছে গিয়ে চুমো দেবেন কি দেবেন না এমন দ্বন্ধে পড়ে যান কান্তে! অবশেষে ট্রফিতে কোনো চুমু না দিয়ে মুচকি হাসি দিয়ে চলে যান।

অবশ্য সদা লাজুক কান্তের জন্য বিষয়টি নতুন নয়। এর আগে বিশ্বকাপ জয়ের পরও লজ্জায় শিরোপা হাতে উল্লাস করেননি কান্তে! এমনকি, ক্যামেরার দিকে পর্যন্ত ঠিকমতো তাকাতে পারছিলেন না। রাশিয়ায় শিরোপা হাতে কান্তের ছবি তুলতেও রীতিমতো কষ্ট করতে হয়েছিলো আলোকচিত্রীদের।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।