ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ফের রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুন ২, ২০২১
ফের রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি

ফের রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরছেন কার্লো আনচেলত্তি। তিন বছরের চুক্তিতে তাকে রিয়াল বস করা হয়েছে।

এর আগে কোচ ও খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের সঙ্গে জিনেদিন জিদানের সম্পর্কটা প্রায় ২০ বছর ছিল। কিন্তু সেই জিদানই কদিন আগে সরে দাঁড়ালেন রিয়ালের কোচের পদ থেকে। ফরাসির কিংবদন্তির জায়গায় এবার নতুন কোচের নাম ঘোষণা করেছে রিয়াল।

ইংলিশ ক্লাব এভারটন ছেড়ে স্পেনের রাজধানীতে ফিরেছেন আনচেলত্তি।

এর আগেও রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলোত্তি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন তিনি। তার হাত ধরে ২০১৪ সালে দশম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।