ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ১২, ২০২১
ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে।

শনিবার (১২ জুন) বিকেলে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম এ খেলার উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান।
বিশেষ অতিথি ছিলেন- ফেনীর পুলিশ সুপার (এসপি) ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মো. গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা, ফুলগাজীর ইউএনও ফেরদৌস আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ।  

আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যরা।
বালকদের ম্যাচ অনুষ্ঠিত হয় ফেনী সদর উপজেলা বনাম ফুলগাজী উপজেলা এর মধ্যে। ফেনী সদর উপজেলা ৩-১ গোলে জয় লাভ করে।

বালিকাদের ম্যাচ অনুষ্ঠিত হয় ফেনী সদর উপজেলা বনাম ফুলগাজী উপজেলা এর মধ্যে । ফেনী সদর উপজেলা ৪-০ গোলে জয় লাভ করে।
রোববার (১৩ জুন) সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে পরশুরাম উপজেলা বনাম সোনাগাজী উপজেলা বালক-বালিকা দল। বিকেলে অনুষ্ঠিত হবে দাগণভ’ঞা উপজেলা বনাম ছাগলনাইয়া উপজেলা বালক-বালিকা দল।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসএইচডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।