ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম গোলরক্ষক হিসেবে টুর্নামেন্ট সেরা হয়ে দোন্নারুমার বাজিমাত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
প্রথম গোলরক্ষক হিসেবে টুর্নামেন্ট সেরা হয়ে দোন্নারুমার বাজিমাত সতীর্থরা দোন্নারুমাকে নিয়ে উদযাপনে মেতেছেন।

টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ইতালির শেষের নায়ক হয়ে যান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।

স্বাগতিক ইংল্যান্ডকে এই টাইব্রেকারে হারিয়েই ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে মানচিনির ইতালি।

অর্থাৎ ফুটবল 'হোমে' নয় 'রোমে' ফিরলো।

রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে শিরোপা জিতে নেয় ইতালি।

দোন্নারুমার এই দুর্দান্ত পারফরম্যান্স ও পুরো আসরে আসাধারণ সাফল্যের কারণে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত করা হয়। যেখানে প্রথম কোনো গোলরক্ষক হিসেবে এই পুরস্কার জিতে বাজিমান করলেন এসি মিলান তারকা।

ইউরোর এই আসরে মাত্র ৪টি গোল হজম করেছেন দোন্নারুমা। এক ম্যাচে কখনো দুটি গোল তাকে ফাঁকি দিতে পারেনি।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।