ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো-মরিনহোকে ‘উন্মাদ ও নির্বোধ’ বলেছিলেন পেরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
রোনালদো-মরিনহোকে ‘উন্মাদ ও নির্বোধ’ বলেছিলেন পেরেস

এবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের আরো একটি গোপন অডিও ফাঁস হলো। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০১২ সালের ওই অডিওতে ‘উন্মাদ’ ও ‘অসুস্থ’ বলে মন্তব্য করেতে শোনা যায় পেরেসকে।

শুধু রোনালদোকেই নয়, ক্লাবের সাবেক কোচ হোসে মরিনহোকেও ‘অস্বাভাবিক’ বলেও মন্তব্য করতে শোনা গেছে তাকে। জানা গেছে, স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল পেরেজের এই অডিও ফাঁস করে। ৭৪ বছর বয়সী এই ক্লাব সংগঠকের এবারের আলোচনার বিষয় দুই পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদো এবং হোসে মরিনহো।

এর আগে, ক্লাবের দুই কিংবদন্তি ইকার ক্যাসিয়াস ও রাউল গঞ্জালেসকে ‘ভন্ড’ বলে আখ্যা দেন ক্লাব সভাপতি পেরেস। ২০০৬ সালের সেই অডিও ফাঁস হওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার ফাঁস হলো ২০১২ সালের এই অডিও।

অক্টোবর ২০১২ সালের সেই আলাপচারিতায় রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে নিয়ে পেরেস বলেন, সে উন্মাদ, সে একজন গর্দভ। সে অসুস্থ। আপনার মনে হয় সে স্বাভাবিক? সে আসলে স্বাভাবিক না। নইলে সে যেসব কাজ করে এসব করতো না।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেন ক্রিস্টিয়ানো। ৯ বছরে ক্লাবকে ২টি লা লিগা, ২টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জেতান রোনালদো।

কেবল রোনালদোই নন, ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহোকেও ছেড়ে কথা বলেননি পেরেজ। দুই পর্তুগিজকে নিয়ে বেশ বাজে ভাষায় কথা বলেছেন রিয়াল সভাপতি।

তিনি বলেন, ওদের প্রচুর অহংকার। কোচ (মরিনহো) এবং সে (রোনালদো) দু’জনই নষ্ট হয়ে গেছে। তারা বাস্তবতা বুঝে না। ওরা দু’জনই অস্বাভাবিক এবং টাকা ছাড়া কিছুই বুঝে না। অথচ তারা উল্টো স্বভাবের হলে আরো বেশি টাকা কামাই করতে পারতো।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।