ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে শিরোপা নিশ্চিতের দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংসের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
দাপুটে জয়ে শিরোপা নিশ্চিতের দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংসের মেয়েরা ছবি: বাংলানিউজ

পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলে শিরোপা জেতা প্রায় নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস নারী দল। সর্বশেষ ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগের মুকুট ধরে রাখার দ্বারপ্রান্তে দলটি।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কিংসের এই জয়ে শামসুন্নাহার জুনিয়র ২টি এবং সাবিনা খাতুন, তহুরা খাতুন, মনিকা চাকমা ও রিতু পর্না একটি করে গোল করেন।

লিগে ১২ ম্যাচের সবকটিতে জিতে ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস১২ ম্যাচের সবগুলো জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১১-০ গোল উড়িয়ে দেওয়া আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পরের দুই ম্যাচে কিংস হারলে এবং আতাউর রহমান ভূঁইয়া জিতলেও তারা সাবিনাদের পেছনে ফেলতে পারবে না। তাই কিংস কন্যাদের শিরোপা উৎসব সময়ের ব্যাপার মাত্র। ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।