ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার মুহূর্তটির জন্য টাকা পাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার মুহূর্তটির জন্য টাকা পাচ্ছেন মেসি!

সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর মাঠে বসেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভিডিও কলে আনন্দ ভাগাভাগি করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সেই ভিডিও কলের মুহূর্তটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে মেসি মাত্র একদিন আগে সেই ভিডিও তার নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে দিয়েছেন আবেগঘন ক্যাপশন।

মেসি লিখেছেন, “কি বিশেষ এক মুহূর্ত! এই মুহূর্তটা ফাইনালের ঠিক পরেই ছিল। যখন আমি হোয়াটঅ্যাপ কলে পরিবারের সঙ্গে কোপা আমেরিকা জয়ের আনন্দ উদযাপন করছিলাম। এরই মধ্যে যা ১৩ মিলিয়ন ভিউ পেরিয়েছে।

এই পোস্টটি মেসি ও হোয়াটসঅ্যাপের সঙ্গে চুক্তির অংশ। অর্থাৎ স্ত্রী-সন্তানকে দেওয়া সেই ভিডিও কলের জন্যও এখন টাকা পাচ্ছেন মেসি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।