ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সা থেকে ব্রাজিলিয়ান এমারসনকে দলে ভেড়াল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
বার্সা থেকে ব্রাজিলিয়ান এমারসনকে দলে ভেড়াল টটেনহ্যাম

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় এসে খুব বেশিদিন থাকতে পারেননি ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসন রয়্যাল। কাতালানদের ছেড়ে ইংলিশ ক্লাব টটেনহ্যামে যোগ দিয়েছেন বার্সার এ সাবেক  তারকা।

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরো থেকে বার্সায় যোগ দেয়া এমারসনকে দলে ভেড়ানোর দৌড়ে টটেনহ্যামের পাশাপাশি ছিল আর্সেনালও। কিন্তু স্পার্সরা খুব তাড়াতাড়ি আলোচনা করে ব্রাজিলিয়ান এ তারকাকে দলে ভিড়িয়ে নেয়। বার্সেলোনার দেয়া ৩১ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি হয়ে এমারসনকে দলে নেয় ইংলিশ ক্লাবটি।

বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম দু’বছর রিয়াল বেতিসে ধারে ছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। বেতিস কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিরিনির অধিনে থেকে দলটিকে ইউরোপা লিগের গত আসরে কোয়ালিফাই করানোয় অবদান রাখেন এমারসন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
আরইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।