ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফুটবলেও জয়ের স্বাদ পেল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
ফুটবলেও জয়ের স্বাদ পেল না বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে জয়ের স্বাদ পাওয়া হলো না বাংলাদেশের। কিরগিজস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেল শক্তিশালী ফিলিস্তিন।

স্পার্তাক স্টেডিয়ামে রোববার (৫ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া ম্যাচের প্রথম দিক থেকেই ডিফেন্ডিং খেলছিলো ফিলিস্তিন। গত ম্যাচে কিরগজিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানের হারের কারণেই রক্ষণে মনোনিবেশ বেশি ছিল দেশটির। তবে প্রধমার্ধের শেষ দিকে গিয়ে আক্রমণাত্মক হয়ে উঠে তারা। ৩৩তম মিনিটে লায়েথ খারৌবের গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। গোলরক্ষকের ভূলে বল পেয়ে টোকা দিয়ে গোলটি জালে ভেড়ান এ ফরোয়ার্ড।  

বিরতির পর মাঠে নেমেই ইয়াসির হামদের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন। বাঁ দিক দিয়ে মাহমুদের পাওয়া বল ডি-বক্সের ভেতর থেকে হেডে প্রতিপক্ষের জাল ভেদ করেন এ ডিফেন্ডার। পিছিয়ে পড়ে একরকম কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় জেমি ডে’র শিষ্যদের। অপরদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ফিলিস্তিন।

এর আগে ২০১৮ ও ২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এখনও দেশটির বিপক্ষে জয়ের স্বাদ পায়নি জামাল ভূইয়ারা। তবে ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ১-১ ব্যবধানের ড্র’য়ের রেকর্ড আছে জেমি ডে’র শিষ্যদের।

আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।