ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যাচ পণ্ড, চার আর্জেন্টাইনকে আটক করতে মাঠে ঢুকে গেলেন ব্রাজিলের স্বাস্থ্যকর্তারা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
ম্যাচ পণ্ড, চার আর্জেন্টাইনকে আটক করতে মাঠে ঢুকে গেলেন ব্রাজিলের স্বাস্থ্যকর্তারা!

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের মাটিতে খেলতে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। খেলা ঠিকঠাকভাবেই এগোচ্ছিল।

তবে হঠাৎ করেই টাচলাইনের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিলো। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছিলো, কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙ্গেছে আর্জেন্টিনার চার ফুটবলার। তাই খেলাও বন্ধ করে দেয়া হয়েছে।  

ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সি 'আনভিসা' বলছে, ‘এরকম পরিস্থিতি স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ। স্থানীয় স্বাস্থ্য সংস্থা নিয়ম বেধেঁ দেয়ার পরেও যারা মানেনি তাদের ব্রাজিলের সীমানার মধ্যে থাকতে পারবে না। ’

আনভিসার এমন বক্তব্যের পর অবশেষে ম্যাচ বাতিল করা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক টুইটে বিষয়টি নিশ্চিত করে।  

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।