ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টাইনদের ‘মিথ্যুক’ দাবি ব্রাজিলের গণমাধ্যমের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
আর্জেন্টাইনদের ‘মিথ্যুক’ দাবি ব্রাজিলের গণমাধ্যমের!

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হয়। ম্যাচটি ঘিরে উত্তেজনা কম ছড়ায়নি।

এবার ব্রাজিলিয়ান গণমাধ্যম দাবি করছে, আর্জেন্টাইন মিথ্যুকরা সবচেয়ে বড় কেলেঙ্কারির জন্ম দিয়েছে।

কোয়ারেন্টিনের নিয়ম না মেনে ব্রাজিলের মাটিতে খেলতে নেমেই পাঁচ মিনিটের মাথায় মাঠ থেকে বিদায় নিতে হয় আর্জেন্টাইন ফুটবলারদের। ব্রাজিলিয়ান স্বাস্থ্য এজেন্সি আনভিসারের দাবি, আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড প্রটোকল ভঙ্গ করেছেন। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এদিকে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দাবি করছেন, গত তিনদিন ধরে আর্জন্টিনার খেলোয়াড়েরা ব্রাজিলে অবস্থান করলেও কেউ কিছু বলেনি। ম্যাচ শুরুর পর তা ভণ্ডুল করা কোন ধরনের আচরণ! অপরদিকে উল্টো সুর তুলছে ব্রাজিলের গণমাধ্যমগুলো। দেশটির জনপ্রিয় অনলাইন পোর্টাল 'ইউওএল'-এ কলামিস্ট দিয়েগো গার্সিয়া লিখেছেন, 'এই মহামারিতে ফুটবল নিয়ে সবচেয়ে বড় কেলেঙ্কারির জন্ম দিল আর্জেন্টিনার মিথ্যুকরা। '

আরেকটি শীর্ষ সংবাদমাধ্যম 'ফোলহা' লিখেছে, 'আনভিসা মাঠে ঢুকে আর্জেন্টাইন খেলোয়াড়দের আটক করতে চেয়েছিল। ' সংবাদমাধ্যমটির দাবি, প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড় ইংল্যান্ড থেকে ব্রাজিলে আসায় কোয়ারেন্টিন এড়াতে 'ভুয়া' হলফনামা জমা দেন। 'ল্যান্স' শিরোনাম করেছে- 'বৈশ্বিক লজ্জা: ম্যাচ স্থগিত করেছে কনমেবল, চার আর্জেন্টাইন খেলোয়াড় স্বাস্থ্যনীতি লঙ্ঘন করেছেন। '

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোও টুইটারে লিখেছেন, 'আর্জেন্টাইনরা ছল-চাতুরির আশ্রয় নিয়েছে। জেনেশুনেই ব্রাজিলের আইন ভেঙেছে, আনভিসাকে কিছু টের পেতে দেয়নি। ইংল্যান্ড থেকে তারা চার খেলোয়াড়কে এনেছে। ম্যাচের আগে পুলিশকে তাই তদন্ত করতে হয়েছে, কারা নিয়ম মানেনি। আর্জেন্টিনার চরম শাস্তি হওয়া উচিত। ' ব্রাজিলের আরেক সংবাদমাধ্যম গ্লোবো শিরোনাম করেছে 'বৈশ্বিক লজ্জা'।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ এভাবে স্থগিত হওয়ার পর এখনও জানানো হয়নি পরবর্তীতে ম্যাচ মাঠে গড়াবে, নাকি ৩ পয়েন্ট পাবে আর্জেন্টিনা। যদিও কিছু রিপোর্ট বলছে, কনমেবলের নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাই পাবে পূর্ণ ৩ পয়েন্ট। কনমেবল থেকে অফিশিয়াল ঘোষণা আসলেই জানা যাবে সঠিক খবর।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।