ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিভারপুলের বড় জয়ে সালাহর শততম গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
লিভারপুলের বড় জয়ে সালাহর শততম গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লিগে ৯৯ গোল নিয়ে খেলতে নেমেছিলেন সালাহ।

তারপর এলান্ড রোডে প্রথম গোলটি করেই লিগের ইতিহাসে ৩০তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।  

তবে ৩০ জনের মধ্যে সালাহর (১৬২ ম্যাচ) চেয়ে কম সময়ে ১০০ গোল করতে পেরেছেন শুধু চারজন-অ্যালান শিয়ারার (১২৪ ম্যাচ), হ্যারি কেইন (১৪১), সার্জিও আগুয়েরো (১৪৭) ও থিয়েরি অঁরি (১৬০ ম্যাচ)।

রোববার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ০-৩ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচে গোলের দেখা পেলেন মোহামেদ সালাহ, সাদিও মানে ও ফাবিনিয়োও।

প্রতিপক্ষের মাঠে ২০ মিনিটে তার গোলেই এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২০৭ ম্যাচে এটা সালাহর ১২৮ নম্বর গোল। এরপর ৫০ মিনিটে ব্যবধান বাড়ান ফাবিনিও। সাদিও মানের গোলটা ম্যাচের যোগ হওয়া সময়ে।

ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ৩০টি শট নেয় ইয়ুর্গেন ক্লপের দল, যার ৯টি লক্ষ্যে। লিডসের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।

এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট হলো লিভারপুলের। সমান ম্যাচে সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিরও। এই তিন দলের চেয়ে ১ পয়েন্ট কম সমান ম্যাচ খেলা ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।