ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠতে পারলেও ফিফার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।  

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।

তবে স্বাগতিক মালদ্বীপের কাছে হার ও নেপালের সঙ্গে ড্র করে সাফ থেকে ছিটকে যান জামাল ভূঁইয়ারা। তবে ওই এক জয় ও ড্রয়েই ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ১৮৯ থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৭তম স্থানে।

আগের মতোই শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে বেলজিয়াম এবং ব্রাজিল। তবে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাও আছে আগের পজিশন ৬ নম্বরে। এক ধাপ এগিয়ে তিনে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চারে উঠে এসেছে সর্বশেষ ইউরোজয়ী ইতালি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড।

এদিকে এক ধাপ এগিয়ে সাতে উঠেছে স্পেন, আটে নেমে গেছে পর্তুগাল। আগের মতো ৯ ও ১০ নম্বরে আছে যথাক্রমে মেক্সিকো ও ডেনমার্ক। দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন ধাপ পিছিয়ে ১৫তম স্থানে আছে উরুগুয়ে। আর সাফজয়ী ভারত আছে ১০৬তম স্থানে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।