ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেনাবাহিনীকে হারিয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
সেনাবাহিনীকে হারিয়ে সাইফ স্পোর্টিংয়ের শুভসূচনা ছবি: শোয়েব মিথুন

সাইফ স্পোর্টিংয়ের কোচ হিসেবে অভিষেকেই জয়ের দেখা পেলেন আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। যদিও ছন্দ খুঁজে পেতে জামাল ভূঁইয়াদের কিছুটা সময় লাগলো।

তবে গোছালো ফুটবল খেলা বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা করল সাইফ স্পোর্টিং।

রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং।  

খেলার শুরুতে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় সেনাবাহিনী। চতুর্থ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ফরোয়ার্ড রঞ্জু সিকদার চিপ ধরে ফেলেন গোলরক্ষক মিতুল হাসান। ৩০তম মিনিটে বক্সের বাইরে থেকে রুয়ান্ডার মিডফিল্ডার এমেরি বাইসেঙ্গের ফ্রি কিক পোস্ট ঘেঁষে গেলে সুযোগ হারায় সাইফ স্পোর্টিং।  

৪২তম মিনিটে ইব্রাহিম খলিলের শট রিয়াদুল হাসান রাফির হাতে লাগলে পেনাল্টি পায় সেনাবাহিনী। স্পট কিক থেকে জাতীয় দলের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।  

দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ৪৭তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফনকে ফাউল করেন গোলরক্ষক জাফর সরদার। আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকার শট বলের লাইনে ঝাঁপিয়েও আটকাতে পারেননি জাফর। ৭৮তম মিনিটে নাসিরুল ইসলামের ক্রস ফেরাতে গিয়ে হেডে নিজেদের জালে বল জড়িয়ে দেন সেনাবাহিনীর প্রথম গোলদাতা মিঠু। আর তাতেই জয় পেয়ে যায় সাইফ স্পোর্টিং।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।