ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় যোগ দিয়েই করোনাক্রান্ত তোরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
বার্সায় যোগ দিয়েই করোনাক্রান্ত তোরেস

বার্সেলোনায় যোগ দিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন ফেরান তোরেস। তিনিসহ সর্বশেষ বার্সা শিবিরে কোভিড পজিটিভ হলেন আরো এক তারকা।

দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার পেদ্রিও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুজনই এখন আইসোলেশনে। শুধু করোনায় নয়, ইনজুরিতেও আক্রান্ত এই দুই তারকা। বার্সার সর্বশেষ ম্যাচ ছিল মায়োর্কার বিপক্ষে যেখানে তারা ১-০ গোলে জিতেছিল। এই ম্যাচে তোরেস-প্রেদ্রি কেউই ছিলেন না।

এর আগে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন ফেরান তোরেস। ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে নিতে ৫৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে বার্সাকে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।