ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপে থাকছে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
কাতার বিশ্বকাপে থাকছে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম!

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। আসন্ন বিশ্বকাপের জন্য তাদের নির্মিত একটি স্টেডিয়াম হতে যাচ্ছে 'পরিবহনযোগ্য'।

বিশ্বকাপের ইতিহাসে এটাই হতে যাচ্ছে এ ধরনের প্রথম স্টেডিয়াম।

কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অদ্ভুত এই স্টেডিয়ামটির নাম 'স্টেডিয়াম ৯৭৪'। এর নাম '৯৭৪' রাখা হয়েছে কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড (+৯৭৪) অনুযায়ী। শুধু কি তাই, এই স্টেডিয়াম নির্মাণ করতে ঠিক ৯৭৪টি শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে। একসঙ্গে ৪০ হাজার দর্শক এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।  

'স্টেডিয়াম ৯৭৪'-এর ডিজাইন করেছে স্পেনের রাজধানীভিত্তিক স্থাপত্যবিষয়ক সংস্থা 'ফেনউইক ইরিবারেন আর্কিটেক্টস'। ওই সংস্থার অন্যতম অংশীদার মার্ক ফেনউইক বলেন, 'আমরা ভেবে দেখলাম বিশ্বকাপের পর কাতারের অষ্টম স্টেডিয়ামের আর প্রয়োজন থাকবে না। তাই, আমরা ভিন্ন এক পরিকল্পনা সাজালাম। যার ফলে আমরা এমন এক স্টেডিয়ামের ডিজাইন করলাম যা শুধু স্থানান্তরযোগ্যই নয়, সেই সঙ্গে পরিবহনযোগ্যও এবং অন্য কোনো দেশে স্থাপনযোগ্য, তা পুরো স্টেডিয়াম কিংবা তার ভিন্ন অংশও হতে পারে। এসব অংশ দিয়ে ক্রীড়া স্থাপনাও নির্মাণ করা সম্ভব। '

'স্টেডিয়াম ৯৭৪'-কে ২১ নভেম্বর থেকে শুরু হয়ে হতে যাওয়া ২০২২ বিশ্বকাপের পর ভেঙে ফেলা হবে। অর্থাৎ ১৮ ডিসেম্বরের পর কোনো একদিন এই স্টেডিয়ামের বিভিন্ন অংশ খুলে ফেলা হবে। এরপর স্টেডিয়াম নির্মাণে ব্যবহৃত শিপিং কন্টেইনারগুলোকে খুলে জাহাজে করে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হবে। হতে পারে পরের বিশ্বকাপেই হয়ত একইরকম স্টেডিয়াম দেখা যাবে।  

তবে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়ামটি কোনো অনুন্নত দেশে দান করা হবে, যারা এটা ব্যবহার করে তাদের ফুটবল উন্নয়নে কাজে লাগাতে পারবে। এরইমধ্যে স্টেডিয়ামটির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া আরব কাপে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।