ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে উঠল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে উঠল বসুন্ধরা কিংস গোল উদযাপনে কিংস। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে কিংসকে জয় পাইয়ে দেন রবিনহো।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বসুন্ধরা কিংস।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডার্বি ম্যাচে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথামার্ধে ছিল গোলশূন্য। বিরতির পর ৮৩তম মিনিটে স্পট কিক থেকে কিংসকে ৩ পয়েন্ট এনে দেন রবিনহো।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটড ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।