ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রাশিয়াকে সমর্থন করা বেলারুশের বিপক্ষে খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২২
রাশিয়াকে সমর্থন করা বেলারুশের বিপক্ষে খেলবে না ভারত

ইউক্রেনে রাশিয়া কর্তৃক আগ্রাসন চলছেই। যে কারণে রাশিয়া ও দেশটির ক্লাবগুলোকে ইতোমধ্যে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।

এর জের ধরেই বেলারুশের বিপক্ষে এবার ম্যাচ খেলার কথা থাকলেও তা না খেলার সিদ্ধান্ত জানিয়েছে ভারত।

চলতি মাসের ২৩ ও ২৬ তারিখ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বেলারুশের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের। কিন্তু রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার কারনে ম্যাচ দুইটি খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে ভারতীয় ফুটবল দল।

ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে সম্মতি জানিয়েছে বেলারুশ। যে কারণে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। এবার বেলারুশের বিপক্ষে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করতে যাচ্ছে ভারত।

এই ব্যাপারে এআইএফএফ সচিব কুশল দাস, ‘বেলারুশকে নিষিদ্ধ করে দেওয়ায় ওদের বিরুদ্ধে খেলতে পারব না আমরা। বাহরাইন র‌্যাংকিংয়ের ৯১ নম্বরে। ওদের বিরুদ্ধেই দুইটি ম্যাচ খেলা যায় কি না দেখছি। ’

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।