ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

গিনেস বুকে ১১তম রেকর্ড গড়লেন মাগুরার ফুটবলার ফয়সাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
গিনেস বুকে ১১তম রেকর্ড গড়লেন মাগুরার ফুটবলার ফয়সাল মাহামুদুল হাসান ফয়সাল

মাগুরা: মাগুরার তরুণ মাহামুদুল হাসান ফয়সাল (১৯) ঘাড়ের চারপাশে ফুটবল ঘুরিয়ে নিজের ১১তম গিনেস রেকর্ডটি গড়লেন।  

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে গিনেস বুক কর্তৃপক্ষ তাকে নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

জেলা সদর উপজেলার হাজিপুর গ্রামের অধিবাসী ফয়সাল বর্তমানে মাগুরা  পলিটেকনিক ইনস্টিটিউটে লেখা পড়া করছেন।  

এর আগে ফুটবল নিয়ে বিভিন্ন দক্ষতা দেখিয়ে ১০ বার গিনেস রেকর্ড করেছেন ফয়সাল।  

ফয়সাল বাংলানিউজকে জানান, ছোটবেলা থেকেই তার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল।  নানা প্রতিবন্ধকতায় তা পারেনি সে। এরপর শুরু করে ফুটবল খেলা। খেলতে খেলতেই তিনি ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করে। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বার।
তার স্বপ্ন, এ রকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া। নিজের দেশের পতাকা বিশ্ব দরবারে ওড়ানোর ভাগ্য তার হয়েছে এতে তিনি খুব খুশি।  

ফয়সালের বাবা সোহেল রানা বাংলানিউজকে বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। তবে এই রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে।  এমনকি ফয়সালের পড়াশোনার ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে।  তারপরও আমি আমার ছেলেকে উৎসাহিত করেছি। তার সাফল্যে আমরা খুবই আনন্দিত।

মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, ফয়সালের এই রেকর্ড শুধু মাগুরা নয়, দেশবাসীর জন্য অহংকারের। আমরা সব সময় তার পাশে আছি। ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।