ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কিংয়ের জোড়া গোলে শেখ জামালের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
কিংয়ের জোড়া গোলে শেখ জামালের জয়

সলোমান কিংয়ের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ জয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সপ্তম রাউন্ড পর্যন্ত অপরাজিত থাকল শেখ জামাল।

রোববার মুন্সিগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে চোখ ধাঁধানো গোলে শেখ জামালকে এগিয়ে নেন কিং। প্রায় ৩০ গজ দূর থেকে দূর পাল্লার শটে পোস্টের উপরের দিকে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান এই ফরোয়ার্ড।  

বিরতির পর ৬৪তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন পিটার থাংকগড। রুবের মিয়ার মাপা ক্রসে বক্সের ভেতরে ফাকায় থাকা থ্যাংকগডের হেড জাল খুঁজে পায়নি। তবে ৪ মিনিট পরেই সোলেমান কিংয়ের গোলে ব্যবধান বাড়ায় শেখ জামাল।

খেলার ৮৩তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ দেন পিটার থ্যাংকগড। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী।

সাত ম্যাচে চার জয় ও তিন ড্র'তে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এল শেখ জামাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী লিমিটেড। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।