ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শেষ দিকের পেনাল্টিতে আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
শেষ দিকের পেনাল্টিতে আবাহনীর জয়

দানিয়েল কলিন্দ্রেসের অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড।

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে সাইফকে এগিয়ে নেন এমেরি বাইসেঙ্গে। ডান দিক থেকে জামাল ভুঁইয়ার ফ্রিকিকে দূরের পোস্টে লাফিয়ে হেডে বল জালে জড়ান রুয়ান্ডার এই ডিফেন্ডার। ছয় মিনিট বাদেই আবাহনীকে সমতায় ফেরান বদলি নামা ডরিয়েল্টন গোমেজ। ড্যানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।

নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা তিন মিনিটের মাথায় কলিন্দ্রেসকে আটকাতে গিয়ে হাতে বল লাগান বাইসেঙ্গে। পেনাল্টি পায় আবাহনী, স্পট কিকে আকাশী-নীলদের জয় নিশ্চিত করেন ড্যানিয়েল কলিন্দ্রেস।  

সাত ম্যাচে পাঁচ জয়, এক ড্র ও এক হারে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে তিন জয়, তিন হার ও এক ড্র'য়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।