ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে কাদিসের কাছে হারল বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ঘরের মাঠে কাদিসের কাছে হারল বার্সা

দুর্দান্ত সময় কাটানোর পর হঠাৎ যেন আবারও পতন হলো বার্সেলোনার। ইউরোপা লিগে বিদায় পর এবার লা লিগায় ঘরের মাঠে পুঁচকে কাদিসের বিপক্ষে ১-০ গোলে হারল বার্সা।

এর আগে এই ক্যাম্প ন্যুতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেয় বার্সা। ওই ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অজেয় ছিল তারা।

সোমবার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পেরেজ খুব কাছ থেকে একমাত্র গোল করেন। পরে এরিক গার্সিয়া, উসমান দেম্বেলেরা চেষ্টা করেও কাদিসের গোলমুখ খুলতে পারেননি।

এই হারে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্টে এগিয়ে। কাদিস এই ৩ পয়েন্ট পেয়ে ১৬তম স্থানে উঠে গেছে। তাদের অর্জন ৩১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।