ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

পেনাল্টি নেওয়ার আগে বেনজেমার চোখে লেজারের আলো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
পেনাল্টি নেওয়ার আগে বেনজেমার চোখে লেজারের আলো!

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনারের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে ৪-৩ ব্যবধানে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে সিটির আধিপত্য থাকলেও বেনজেমা জাদুতে ব্যবধান কমায় লস ব্লাঙ্কোসরা।

দারুণ এই ম্যাচে বেনজেমার নেওয়া পেনাল্টির সময় সিটি সমর্থকদের লেজার লাইট মারা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

ম্যাচে ৪-২ গোলে এগিয়ে থাকা সিটির বিপক্ষে ৮২তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-৩ করেন বেনজেমা। বক্সে হেড নিতে যান তিনি। তার সঙ্গে লাফিয়ে ওঠা লাপোর্তের হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নেওয়ার সময় গ্যালারি থেকে সিটি সমর্থকরা লেজার রশ্মি মেরেছিলেন বেনজেমাকে লক্ষ্য করে। তবে এতে কোনো লাভ হয়নি। দারুণ এক পানেকা শটে এদারসনকে সহজেই পরাস্ত করেন ফরাসি এই তারকা।

ম্যাচ শেষে আত্মবিশ্বাসী বেনজেমা বলেন, ‘আমার মাথায় সবসময় কাজ করে যে, আপনি যদি পেনাল্টি না নেন তবে আপনি পেনাল্টিতে ব্যর্থ হবেন না। আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আছে এবং এটা আমি করি। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।