ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

তিন প্রীতি ম্যাচের ব্রাজিল স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ১১, ২০২২
তিন প্রীতি ম্যাচের ব্রাজিল স্কোয়াড ঘোষণা

আগামী জুনে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া ও জাপান এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ তিনটির জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস, ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলোনার দানি আলভেস, লিভারপুলের আলিসন, পিএসজির নেইমারের মতো তারকারা।  

আগামী ২ জুন দক্ষিণ কোরিয়া এবং ৬ই জুন জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। একই মাসের ১১ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আর্জেন্টিনার মুখোমুখি সেলেসাওরা।

ব্রাজিলের ২৭ সদস্যের স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন।

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনোস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো, দানি আলভেস, আলেক্স টেলেস, আলেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, ফিলিপে কুতিনহো, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেদ, ফ্যাবিনিও ও দানিলো।

ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।