ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অনিশ্চিত সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অনিশ্চিত সালাহ

এফএ কাপের শিরোপা জিতেলেও দলের সেরা তারকা মোহামেদ সালাহর ইনজুরি ভাবাচ্ছে লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে দলের সেরা তারকার ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে ইয়ুর্গেন ক্লপকে।

এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেন সালাহ। তার বদলি হিসেবে মাঠে নামেন দিয়েগো জটা। ম্যাচ শেষে লিভারপুলের কোচ ক্লপ বলেন, ‘সালাহর ইনজুরি পর্যবেক্ষন করা হচ্ছে। আশাকরি গুরুতর কোনও সমস্যা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাকে দলে পাওয়র বিষয়ে আমরা আশাবাদী। ’

আগামী ২৯ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে লিভারপুল।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১৫ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।