ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের সঙ্গেও কথা হয়েছিল এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২৪, ২০২২
লিভারপুলের সঙ্গেও কথা হয়েছিল এমবাপ্পের

এবারের মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন নিয়ে কম জল ঘোলা হয়নি। এমবাপ্পের রিয়াল মাদ্রিদ প্রীতি সকলেরই জানা আছে।

তবে শেষ পর্যন্ত শৈশবের প্রিয় ক্লাবে যাননি এমবাপ্পে। রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইতে। তবে এমবাপ্পের মায়ের পছন্দের ক্লাব লিভারপুল। মোনাকোতে থাকাকালীন মায়ের পছন্দের ক্লাব লিভারপুলের সঙ্গে যোগাযোগ করেছিলেন এমবাপ্পে।

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এটা স্বীকার করেছেন এমবাপ্পে, ‘শুধু রিয়াল মাদ্রিদ বা পিএসজিই নয়, আমি ইয়ুর্গেন ক্লপের সঙ্গেও কিছুদিন কথা বলেছি লিভারপুলে যোগদানের ব্যাপারে। ’

এরপরই উঠে এসেছে মায়ের ব্যাপারটা, ‘আমি লিভারপুলের সঙ্গে কথা বলেছিলাম। কারণ, আমার মায়ের পছন্দের ক্লাব লিভারপুল। জানি না উনি কেন লিভারপুলকে পছন্দ করেন, সে জন্য তাঁর সঙ্গে কথা বলতে হবে আপনাদের! ক্লাবটা দুর্দান্ত, অনেক বড় একটা ক্লাব। ওদের সঙ্গে আমার পাঁচ বছর আগে কথা হয়েছিল যখন আমি মোনাকোতে ছিলাম। ক্লপের সঙ্গে আমি সামান্য কথা বলেছিলাম। বেশি না, সামান্য। ’

এমবাপ্পের প্রতি লিভারপুলের যে আগ্রহ ছিল, সেটা কয়েক দিন আগে অবশ্য ক্লপ নিজেও স্বীকার করেছিলেন, ‘অবশ্যই আমরা এমবাপ্পের প্রতি আগ্রহী, আমরা তো অন্ধ নই! আমরা ওকে পছন্দ করি, আপনি যদি ওকে পছন্দ না করেন, তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন পছন্দ করছেন না। ’

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ২৪ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।